× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউক্রেন নিয়ে আলোচনা না করলে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি দিল ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

২২ জানুয়ারি ২০২৫, ২০:৩০ পিএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৫, ২০:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন নিয়ে আলোচনা না করলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

গত সোমবার শপথ গ্রহণ শেষেই একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। নিজদেশের কাজ ছাড়াও আন্তর্জাতিক বিষয়েও ট্রাম্পের তাড়াহুড়ো শুরু হয়ে গেছে।  

আজ (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনে চলমান যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা করতে অস্বীকার করেন তাহলে দেশটির বিরুদ্ধে তিনি (ট্রাম্প) সম্ভবত নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে মঙ্গলবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প অবশ্য সম্ভাব্য এই অতিরিক্ত নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে ইতোমধ্যেই ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, তার প্রশাসন ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টিও দেখছে। ইউক্রেনকে সমর্থন করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে আরও কিছু করা উচিত বলেও এসময় নিজের দৃষ্টিভঙ্গির জানান দেন তিনি।

ট্রাম্প বলেন, আমরা (ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির) জেলেনস্কির সঙ্গে কথা বলছি, আমরা খুব শিগগিরই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও কথা বলতে যাচ্ছি। ট্রাম্প আরও বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকেও চাপ দিয়েছিলেন।

ট্রাম্পের ভাষায়, “তিনি (শি জিনপিং) বিষয়ে খুব বেশি কিছু করেননি। তার অনেক ক্ষমতা আছে, যেমনটা আমাদেরও অনেক ক্ষমতা রয়েছে। আমি বলেছিলামআপনাকে এটি নিষ্পত্তি করা উচিত। আমরা এটি নিয়ে আলোচনা করেছি।

উল্লেখ্য শপথ গ্রহণ শেষে সোমবার ট্রাম্প বলেচিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের একটি চুক্তিতে আসা উচিত। তার ভাষ্যে পুতিন চুক্তি না করে রাশিয়াকে ধ্বংস করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.